ছবি : সংগৃহীত
টানা চার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ম্যানচেস্টার সিটি এবার মুদ্রার অপর পিঠ দেখছে। সাম্প্রতিক সময়ে তারা জয়ে ফিরলেও, হারানো অবস্থান খুব বেশি বদলানোর সুযোগ নেই পেপ গার্দিওলার শিষ্যদের সামনে। এরই মাঝে দলের তারকা ডিফেন্ডার কাইল ওয়াকার ঠিকানা বদলাতে চাচ্ছেন। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তার সিটি ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন গার্দিওলা।
ইংল্যান্ডের এফএ কাপের ম্যাচে শনিবার (১১ জানুয়ারি) ৮ গোলের বড় জয় পেয়েছে সিটি। তুলনামূলক বেশ দুর্বল সেলফোর্ড সিটি তাদের সামনে দাঁড়াতেই পারেনি। এই ম্যাচে ওয়াকারকে খেলাননি গার্দিওলা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এই ইংলিশ তারকার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান সিটি কোচ। যদিও ৩৪ বছর বয়সী ওয়াকারের সঙ্গে সিটির সঙ্গে চুক্তির আরও ১৮ মাস বাকি।
কাইল ওয়াকার ইতিহাদের ক্লাবটিতে খেলছেন ২০১৭ সাল থেকে। তার দলবদলের বিষয়ে গার্দিওলা বলছেন, ‘দুইদিন আগে কাইল আমাকে বিদেশে (ইংল্যান্ডের) বাইরে খেলতে চাওয়ার কথা জানিয়েছে। আমরা বুঝতে পারছি না তাকে ছাড়া এই বছর ক্লাব কীভাবে চলবে। এটি অসম্ভব। সে আমাদের রাইট-ব্যাক, সে এমন কিছু দিয়েছে যা আমাদের ছিল না। কিন্তু বিভিন্ন কারণে এখন তার মনে অন্য দেশে খেলার আগ্রহ জন্মেছে, ক্যারিয়ারের শেষ সময়টা সে বাইরে কাটাতে চায়।’
কাইলকে রাখা না গেলে তাকে ছাড়বেন কি না এই প্রশ্নে সিটি কোচের উত্তর, ‘অবশ্যই। পরিস্থিতি কোনদিকে যাবে সেটা আপনি জানতে পারবেন না। তবে আমি এতটুকু নিশ্চিত যে এখানে এমন কেউ নেই যে, পারফর্ম করছে এমন কাউকে রেখে দিতে চাইবে না কিংবা তারা যা চায় তাতেই অটুট থাকতে পারবে।’ ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার সিটি। তখনই বায়ার্ন মিউনিখ ২ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ওয়াকারকে।
আগেরবার সিটি ছাড়তে চাইলেও, তখন ওয়াকারকে বুঝিয়ে রেখে দিয়েছিলেন বলে জানালেন গার্দিওলা, ‘সে দুই বছর আগেই ছাড়তে চেয়েছিল। সেটা ট্রেবল জেতার পর। বায়ার্ন (মিউনিখ) তাকে প্রস্তাব দিয়েছিল। তবে সেটা যথেষ্ট ছিল না। ক্লাব তাকে বলল কতটা গুরুত্বপূর্ণ সে। কয়েক বছরে আমরা যে সফলতা পেয়েছি, কাইলকে ছাড়া সম্ভব হতো না। এটা পুরোপুরি অসম্ভব।’
সম্প্রতি ম্যানসিটি ফরাসি ক্লাব লেন্স থেকে উজবেকিস্তানের আব্দুকোদির খুসানভকে দলে নেওয়ার চুক্তি সম্পন্ন করেছে। দুই পক্ষ চুক্তি সেরেছে ৩৩.৬ মিলিয়ন ইউরোতে। এ ছাড়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে তরুণ ডিফেন্ডার ভিটর রেইস এবং ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ওমর মারমুশের প্রতিও আগ্রহী গার্দিওলার ক্লাবটি।
মেসেঞ্জার/তারেক