ঢাকা,  সোমবার
১৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ০৮:৫৪, ১৩ জানুয়ারি ২০২৫

রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

ছবি: সংগৃহীত

মৌসুমের প্রথম লা লিগার মতে এবারও কী ৪ গোল হবে। জবাবে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি বলেছিলেন-সহজ নয়, ওরাও প্রতিশোধ নিতে মুখিয়ে আছে। প্রতিশোধ নিতে পারল না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লস ব্লাঙ্কোসদের ৫-২ গোলে নির্মমভাবে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। 

সোমবার সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসের পাস ধরে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু মুহূর্তে রিয়ালের কর্তৃত্ব করায়ত্ত করে কাতালানরা। 

ম্যাচের ২২ মিনিটে লেভানডভস্কির পাস ধরে নিখুঁত কারিকুরিতে গোল করে ম্যাচে সমতা করেন লামিনে ইয়ামাল। আর ৩৬ মিনিটে পেনাল্টি থেকে লেভার গোলে লিড নেয় বার্সা।

প্রথমার্ধে আরও দুই গোল করে ম্যাচের লাগাম পুরোটা হাতে নেয় জার্মান কোচ হানসি ফ্লিকের বার্সা। ম্যাচের ৩৯ মিনিটে রাফিনিয়া লিড ৩-১ করেন। যোগ করা সময়ে বাল্ডেকে গোল করিয়ে ম্যাচ একপ্রকার শেষ করে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। 

তবে ৫৬ মিনিটে রং বদলায় ম্যাচ। এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সার পোলিশ গোলরক্ষক ভয়চেস সেজনি। ফ্রি কিক থেকে গোলও করেন রদ্রিগো। রিয়ালের সামনে ১০ জনের বার্সার বিরুদ্ধে চড়াও হয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। আক্রমণের চেষ্টাও করে কার্লো আনচেলত্তির দল। কিন্তু কামব্যাকসূচক গোল আর পায়নি তারা। দশ জনের দল নিয়েই রেকর্ড ১৫তম স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সা।

মেসেঞ্জার/জেআরটি