ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পিএসএলে দল পেলেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৭:০১, ১৩ জানুয়ারি ২০২৫

পিএসএলে দল পেলেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। লাহোর ফোর্টে চলমান এই ড্রাফট অনুষ্ঠানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম দল পেয়েছেন স্পিডস্টার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে মুলতান সুলতানস।

এর আগে ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের নাম ডাকা হয়। তবে প্রথম ডাকে তাদের প্রতি আগ্রহ আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

সাকিব এবং মোস্তাফিজ দুজনেরই পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে নাহিদ রানা সেদিক থেকে একেবারেই নতুন। পিএসএল তো দুরের কথা, এখনো পর্যন্ত কোনো বিদেশি লিগে খেলার সুযোগ হয়নি এই গতিতারকার। এবার পিএসএল দিয়ে তার সে অভিজ্ঞতা হতে যাচ্ছে।

প্রসঙ্গত, পিএসএলের ড্রাফটে এবার পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন ২৯ বাংলাদেশি ক্রিকেটার।

মেসেঞ্জার/জেআরটি