ছবি : সংগৃহীত
১৯ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছিলো দু’দল। আগামীকাল মুলতানে সিরিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে।
ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের তিন বছর পর সফরকারী শ্রীলংকা দলের উপর জঙ্গি হামলা হয়। এর প্রেক্ষিতে দীর্ঘদিন পাকিস্তান সফরে যায়নি অন্য কোন দল। পরবর্তীতে ২০১৮ সালে ১২ বছর পাকিস্তান সফর করে ওয়েস্ট ইন্ডিজ। ঐ সিরিজে তিন ম্যাচের টি-টোয়েন্টি ছিলো। টি-টোয়েন্টির পর পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজে খেললেও, টেস্ট খেলেনি ওয়েস্ট ইন্ডিজ।
২০২৪ সালের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের কোচ হিসেবে ড্যারেন স্যামির স্থলাভিষিক্ত হন আন্দ্রে কোলি। তার অধীনে ১১ টেস্ট খেলে মাত্র ২টিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে কোলি বলেন, ‘এটি একটি নতুন সিরিজ, একটি নতুন সুযোগ।’
বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বশেষ টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৮ সালের নভেম্বরে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট ১-১ সমতায় শেষ করেছিলো ক্যারিবীয়রা। ২০২৪ সালের অক্টোবরে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিলো পাকিস্তান। পিছিয়ে পড়েও দুই স্পিনার নোমান আালি ও সাজিদ খানের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো পাকিস্তান।
সিরিজে শেষ দুই ম্যাচ খেলে চার ইনিংসে ৩৯ উইকেট শিকার করেছিলেন নোমান ও সাজিদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্পটলাইট থাকছে নোমান ও সাজিদের উপর। তাদের সাথে দলে রাখা হয়েছে আরেক স্পিনার আবরার আহমেদকে। এই সিরিজেও সুযোগ পাননি দলের সেরা দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ইংল্যান্ড সিরিজের পর দলের বাইরে আছেন আফ্রিদি। দক্ষিণ আর্ফ্রিকা সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন নাসিম।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়ার পর আমরা ঘুড়ে দাঁড়িয়েছি এবং সিরিজ জিতেছি। দক্ষিণ আফ্রিকা সফরে সাফল্য না পেলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে চাই আমরা।’ পাকিস্তানের মত দলে তিন স্পিনার রেখেছে ওয়েস্ট ইন্ডিজও। দলে আছেন- গুদাকেশ মতি, জোমেল ওয়ারিকান ও কেভিন সিনক্লেয়ার।
শামার জোসেফ ও আলজারি জোসেফের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ কেমার রোচ। ইনজুরির কারণে শামার ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ততার জন্য টেস্ট সিরিজে খেলছেন না আলজারি।
এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১২ ম্যাচে ২৪.৩১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে পাকিস্তান। ১১ ম্যাচে ২৪.২৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওয়েস্ট ইন্ডিজ। ১২ ম্যাচে ৩১.২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে বাংলাদেশ। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজটি ড্র হলেই, এবারের চক্রে সপ্তমস্থানে থাকবে বাংলাদেশ।
পাকিস্তান : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররম শাহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, রোহেল নাজির, সাজিদ খান, সালমান আগা।
ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জোশুয়া দা সিলভা, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুদাকেশ মোতি, এন্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেইডেন সিলেস ও জোমেল ওয়ারিকান।
মেসেঞ্জার/তারেক