ছবি : সংগৃহীত
মৌসুমের মাঝপথে চলতি জানুয়ারিতেই দর কষাকষি চলছে দলবদলের বাজারে। প্রথম দফায় ব্যর্থ হওয়ার পর লিভারপুলের ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের জন্য নতুন প্রস্তাব দেয় রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে সেই আলাপ নাকি পাকাপাকি হওয়ার পথে। দু’পক্ষ মৌখিক চুক্তিও সেরে নিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। তবে জানুয়ারি নাকি তিনি মৌসুম শেষে জুলাইয়ে রিয়ালে যোগ দেবেন সেই নিশ্চয়তা পাওয়া যায়নি।
কিলিয়ান এমবাপের পর লস ব্লাঙ্কোসরা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখানো ফুটবলারের একজন আলেক্সান্ডার-আরনল্ড। কয়েক বছর ধরেই রিয়াল এই লিভারপুল-বয়ের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে।
তবে বরাবরই তাকে ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছে অলরেডরা। তবে হাল ছাড়েনি কার্লো আনচেলত্তির দল, মৌসুমের মধ্যবর্তী বাজারে ফের আরনল্ডের জন্য একের পর এক প্রস্তাব সাজায় তারা। যদিও এই মৌসুম শেষেই অ্যানফিল্ডের ইংলিশ জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে এই রাইটব্যাকের।
মার্কার প্রতিবেদনে বলা হয়, ডিফেন্ডারদের চোট নিয়ে চলতি মৌসুমে বেশ ভুগেছে রিয়াল মাদ্রিদ। ফলে জানুয়ারিতেই আরনল্ডকে পেতে চায় গ্যালাক্টিরোরা। যদিও জুন পর্যন্ত অপেক্ষা করলে রিয়াল তাকে ফ্রি এজেন্ট হিসেবেই নিতে পারত। তবে আরনল্ড চাচ্ছেন– মৌসুমটা লিভারপুলের হয়েই শেষ করতে।
এরই মাঝে ২৬ বছর বয়সী রাইটব্যাক এবং কার্লো আনচেলত্তির (রিয়াল কোচ) মৌখিক চুক্তি হয়েছে। তবে সেই চুক্তি চলতি মাসে নাকি জুন-জুলাইয়ে আলোর মুখ দেখবে সেই নিশ্চয়তা মেলেনি। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ বলেছিল, এই মুহূর্তে (প্রথম প্রস্তাবের পর) আলেক্সান্ডার-আরনল্ডকে পেতে ২০ মিলিয়ন ইউরোর (২৫ মিলিয়ন ডলার) প্রস্তাব তৈরি করছে রিয়াল।
২০২৫ সালের মাঝামাঝিতে তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিভারপুলের, তবে আনচেলত্তির দল সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে চায় না। তবে লিভারপুলও ইতোমধ্যে জানিয়ে দিয়েছে– তাদের ভূমিতে বড় হওয়া তারকাকে ছাড়তে রাজি নয়, ২০২৪-২৫ মৌসুমে আর্নে স্লটের ক্লাবটি বড় টাইটেল জেতার পথেই রয়েছে।
আরনল্ড অবশ্য বিদায়ের আগে অলরেডদের জার্সিতে বড় টাইটেল জিততে চাইবেন। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে তারাই রয়েছে শীর্ষে। এক ম্যাচ কম খেলেও ৪ পয়েন্টে (৪৭) এগিয়ে আর্নে স্লটের লিভারপুল। একইসঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তাদের ভালো সুযোগ আছে। ইউরোপসেরার মঞ্চেও ৬ ম্যাচের ৬টিতেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অলরেডরা।
মেসেঞ্জার/তারেক