ঢাকা,  শনিবার
১৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মেসি-নেইমারের পুনর্মিলনী কি মায়ামিতে হবে?

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১২:১১, ১৭ জানুয়ারি ২০২৫

মেসি-নেইমারের পুনর্মিলনী কি মায়ামিতে হবে?

ছবি : সংগৃহীত

ইউরোপীয় ক্লাবের ছায়া মাড়িয়ে সৌদি আরবের ফুটবলে নেইমার জুনিয়র নাম লিখিয়েছেন দেড়বছর আগে। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটিয়েছেন। গুঞ্জন উঠেছে, এমন ইনজুরি-প্রবণ তারকাকে ছেড়ে দিতে যাচ্ছে আল-হিলাল।

কয়েক দিন আগেই স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছিল, সৌদির ক্লাবটিকে নিয়ে খুশি নন নেইমার। ফলে এই ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি। আর সৌদি ছেড়ে নেইমার এবার ফিরতে পারেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে এমনটাই ধারণা করা হচ্ছিলো।

তবে মায়ামির নতুন আর্জেন্টাইন কোচ জাভিয়ের মাসচেরানো সাফ জানিয়েছেন, এই মুহূর্তে নেইমারকে দলে ভেড়ানো তাদের জন্য অসম্ভব। ফলে বার্সেলোনার মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীকে মায়ামিতে ফের একত্রে দেখার স্বপ্ন আপাতত সত্যি হচ্ছে না।

মায়ামি সরে দাঁড়ানোয় এমএলএস-এর অন্যান্য ক্লাবগুলো নেইমারকে পেতে আগ্রহ দেখাচ্ছে। এর মধ্যে শিকাগো ফায়ার এফসি অন্যতম। ক্লাবটি নতুন মৌসুমের আগে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের সাবেক কোচ গ্রেগ বারহল্টারের নেতৃত্বে দলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে। তারকা ফুটবলার হিসেবে নেইমারকে তাই দলে নেয়ার চেষ্টা করছে তারা।

শিকাগো ফায়ার ছাড়াও আরো বেশ কয়েকটি ক্লাবের চোখ আছে নেইমারের ওপর। এই তালিকায় আছে সান্তোস, ফ্লামেঙো। এমনকি বার্সেলোনা-আর্সেনালের মতো ক্লাবও তার দিকে নজর রাখছে।

মেসেঞ্জার/তারেক