ছবি : সংগৃহীত
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে ভারত। এরপর ক্রিকেটারদের ওপর ভীষণ কড়াকড়ি আরোপ করেছে বিসিসিআই। রোহিত-কোহলিদের জন্য ১০ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে।
এরই মাঝে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসন্ন। সে কারণে ক্রিকেটারদের ফর্মে ফেরাতে ঘরোয়া ক্রিকেট খেলার তাগিদ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যেখানে মাঠে নামার আগে ইনজুরিতে পড়েছেন দুই অভিজ্ঞ তারকা বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
চলমান রঞ্জি ট্রফি খেলার কথা ছিল এই দুজনের। কেবল তারাই নন, ভারতীয় দলের সকল সিনিয়র ক্রিকেটারের জন্যই ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। (২৩ জানুয়ারি) শুরু হবে রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ড। কিন্তু এরই মাঝে ঘাড়ের ব্যথায় আক্রান্ত কোহলি, যে কারণে (৮ জানুয়ারি) থেকে তিনি ইনজেকশন নিয়ে আসছেন।
কোহলি এখনও ব্যথা অনুভূত হওয়ার কথা জানিয়েছেন বিসিসিআইয়ের মেডিক্যাল টিমকে। সে কারণে রাজকোটে সৌরাষ্ট্রের বিপক্ষে দিল্লির একাদশে থাকা হচ্ছে না এই তারকা ব্যাটারের।
অন্যদিকে, রাহুলের সমস্যা কনুইয়ে। বেঙ্গালুরুতে পাঞ্জাবের বিপক্ষে তার কর্ণাটকের হয়ে খেলার কথা ছিল। তবে কনুইয়ের চোটের কারণে তারও এই রাউন্ডের ম্যাচ খেলা হচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার বিসিসিআইয়ের নির্দেশনায় জাতীয় দলসহ সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক বলে ঘোষণা দেয়। যদি কোনো ক্রিকেটার খেলতে না পারেন, সেজন্য জাতীয় দলের নির্বাচকের কাছ থেকে অনুমতি নিতে হবে।
রাহুল-কোহলি উভয়ের সামনেই অবশ্য রঞ্জির ফাইনাল রাউন্ডে মাঠে নামার সুযোগ রয়েছে। (৩০ জানুয়ারি) থেকে শুরু হবে ওই পর্বের খেলা। এরপরই আবার (৬ ফেব্রুয়ারি) থেকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ রয়েছে।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ওই সিরিজটি গুরুত্বপূর্ণ। ইংলিশদের বিপক্ষে স্কোয়াডে থাকতে পারেন এই দুই তারকাই। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও দল ঘোষণা করেনি কেবল ভারত। যদিও আইসিসি (১২ জানুয়ারির) মধ্যে প্রাথমিক স্কোয়াড জানানোর সময় বেধে দিয়েছিল। ভারতীয় গণমাধ্যম বলছে, আজই প্রকাশ হতে পারে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড।
রঞ্জি ট্রফিতে খেলার কথা রয়েছে জাতীয় দলের আরও কয়েকজন তারকার। ইতোমধ্যে দিল্লির হয়ে রিষাভ পান্ত, পাঞ্জাবে শুভমান গিল ও সৌরাষ্ট্রের জার্সিতে রবীন্দ্র জাদেজা মাঠে নামার কথা রয়েছে। মুম্বাই রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে রোহিত শর্মাকেও।
মেসেঞ্জার/তারেক