ঢাকা,  রোববার
১৯ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

‘আরও ৩-৪টা হামজা থাকলে দেশের জন্য ভালো’

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৭:৪৮, ১৮ জানুয়ারি ২০২৫

‘আরও ৩-৪টা হামজা থাকলে দেশের জন্য ভালো’

ছবি : সংগৃহীত

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এএফসি ‘এ’ লাইসেন্স কোচিং কোর্স করছেন। কোর্স শুরুর দিনে বাফুফের অনাবাসিক একাডেমি ক্ষুদে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। পরবর্তীতে জামাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে হামজার আগমন ও নিজের ক্লাব নিয়ে কথা বলেছেন। 

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা বাংলাদেশের হয়ে খেলবে এটা দারুণ বিষয় সেটাই আগেই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। আজ কোচিং কোর্স করতে এসে তিনি বলেন, ‘হামজা সর্বোচ্চ পর্যায়ে খেলে যা বিশাল ব্যাপার। হামজা ৩-৪টা থাকলে দেশের জন্য ভালো। সে আসছে, এটা সবার জন্য ভালো।’

জামাল ভূঁইয়া চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিবন্ধন জটিলতায় প্রথম পর্ব খেলতে পারেননি। ঢাকা আবাহনী শেষ মুহূর্তে পারিশ্রমিক কমানোয় তিনি রাজি হননি এবং পরবর্তীতে বাফুফের কাছে আবেদনও করেছিলেন এই অধিনায়ক। সেই আবেদনের এখনও সুরাহা হয়নি। প্রয়োজনে তিনি ফিফা-এএফসিতে যেতে চেয়েছিলেন। আজ সেই প্রসঙ্গটি উঠতেই তিনি বলেন, ‘দেখা যাক’।

লিগে এখনও নিবন্ধন না হলেও ব্রাদার্সের সঙ্গে কয়েকদিন অনুশীলন করেছেন জামাল। ব্রাদার্সের জার্সিতে সংবাদ সম্মেলনও করেছেন। এরপরও নিজের গন্তব্য নিয়ে সংশয় রেখে বলেন, ‘আগামী দশ দিনের মধ্যে আমার গন্তব্য জানাব।’

বাংলাদেশের অধিনায়ক ঘরোয়া ফুটবল খেলছেন না। নভেম্বর উইন্ডো খেলেননি পারিবারিক কারণে। তবে ডেনমার্কে ফিটনেস ঠিক রাখার চেষ্টা চলমান রেখেছিলেন তিনি, ‘ডেনমার্কে এক ক্লাবে অনুশীলন করেছি।’

জামালকে কাছে পেয়ে ক্ষুদে ফুটবলাররা ছিল উচ্ছ্বসিত। জামালকে এই সাক্ষাতের কারণ সম্পর্কে বাফুফে সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন বলেন, ‘জামাল তরুণদের আইকন। সম্প্রতি তিনি পাঠ্যবইয়ে স্থান পেয়েছেন। তাই তাকে ক্ষুদে ফুটবলারদের সামনে আনা হলো যেন তারা আরও উদ্বুদ্ধ হয়।’

এএফসি এ লাইসেন্স কোচিং কোর্স করছেন ২৪ ফুটবলার। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও আছেন সেই দলে। তিনি এই কোর্সের জন্য ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জাতীয় ফুটবলারদের কোচিং কোর্স করার সুযোগ দেওয়ায় ফেডারেশনকে ধন্যবাদ। ফেডারেশন সহযোগিতা করায় ‘বি’ কোর্স করেছি, এখন ‘এ’ করছি।’

মেসেঞ্জার/তারেক