ছবি : সংগৃহীত
একজন মোহাম্মেদ সালাহ বারবারই ম্যানচেস্টার সিটির দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছেন গত ৯ বছরে। লিভারপুলের প্রাণভোমরা হয়ে ওঠা সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসেই অন্যতম সেরা কি না, তা নিয়েই চলছে এখন বিতর্ক। এখনো দুর্দান্ত পারফর্ম করে যাওয়া সালাহ অবশ্য পার করে ফেলেছেন জীবনের ৩১ বসন্ত। অবসরের আগে আরও কয়েকবছর সময় আছে তার।
তবে এরইমাঝে ফুটবল দুনিয়া খুঁজে পেয়েছে নতুন এক সালাহকে। নাম তার ওমর মারমৌশ। জাতে তিনিও সালাহর মতো মিশরীয়। গেল দুই মৌসুম ধরেই আছেন দুর্দান্ত ছন্দে। আর তাকে পেপ গার্দিওলার এতটাই মনে ধরেছে, শীতের দলবদলেই তাকে জার্মানি থেকে উড়িয়ে আনছেন তিনি।
জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ম্যানসিটিতে আসছেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গত কয়েক সপ্তাহ ধরেই। তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে এসে অনেকটাই নিশ্চিত এই ডিল। ফুটবল দলবদলের নামী মুখ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, আগামী কয়েকদিনের মাঝেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রায় ৭৫ মিলিয়ন ইউরোতে সিটিজেন্সদের ডেরায় যাচ্ছেন ওমর মারমৌশ।
বিবিসি জানিয়েছে, সিটিতে প্রতি সপ্তাহে এই তারকা বেতন পাবেন ৩ লাখ ইউরো করে, ফ্রাঙ্কফুর্টের চেয়ে যা ৫ গুণ বেশি। অবশ্য এমন উচ্চবেতনের কারণও আছে। গত মৌসুমে এই মিশরীয় উইঙ্গার ১৭ গোল ও ৬ অ্যাসিস্ট করেছিলেন। এবার মৌসুমের মাঝপথে করে ফেলেছেন ২০ গোল ও ১৪ অ্যাসিস্ট। ১৫ গোল নিয়ে লিগে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আর ৯টি অ্যাসিস্ট নিয়ে তিনি সবার শীর্ষে।
দলবদল প্রায় চূড়ান্ত তার নমুনা দেখা গিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচে। লিগে বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে ট্যাঁকে স্কোয়াডে রাখেনি ফ্রাঙ্কফুর্ট। দলের স্পোর্টিং ডিরেক্টরও কথা বলেছেন খোলাখুলিভাবেই, ‘আমি আগেও বলেছি, একটা ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে। এটা ম্যানচেস্টার সিটি। খুব কাছেই রয়েছি (চুক্তির), এক দুই দিনের মধ্যে ব্যাপারটার সমাপ্তি টানব।’
এই চুক্তি সম্পন্ন হলে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার তৃতীয় দামি খেলোয়াড় হবেন ওমর মারমৌশ। ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে আনতে ১১৮ মিলিয়ন ইউরো ও ২০২৩ সালে জস্কো গভার্দিওলের জন্য ৯০ মিলিয়ন ইউরো খরচ করেছিল সিটিজেন্সরা।
মেসেঞ্জার/তারেক