ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

অন্য লিগ বাদ দিয়ে কেন বিপিএলে, জানালেন থিসারা

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৯:৪৫, ২১ জানুয়ারি ২০২৫

অন্য লিগ বাদ দিয়ে কেন বিপিএলে, জানালেন থিসারা

ছবি : সংগৃহীত

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন লিটন। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি সিলেট।

৬ রানের হারে টেবিলের তলানিতে চলে গেছে সিলেট। অন্যদিকে একধাপ এগিয়ে ছয়ে ওঠে এসেছে ঢাকা। এদিন ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে আসেন দলটির অধিনায়ক থিসারা পেরেরা।

তিনি বলেন, 'এটা বাংলাদেশের বোর্ড উত্তর দিবে, আমি দিতে পারব না। অনেক ইংলিশ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার বিপিএলে এসেছে। ৪-৫টি লিগ একই সময়ে এলে স্বাভাবিকভাবেই খেলোয়াড় ভাগ হয়ে যায়।'

অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ রেখে বিপিএল বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে পেরেরা বলেন, 'একেকজনের ভাবনা একেকরকম, এ কারণে এখানে এসেছি। অন্য লিগ থেকেও আমি প্রস্তাব পেয়েছিলাম। বিপিএল অনেক আগেই খেলোয়াড়দের সাথে চুক্তি করে, সব কিছু সেরে রাখে, এ কারণেই এখানে আসি। অন্য লিগ নিয়ে ভাবছি না, এই লিগ নিয়েই আমরা ভাবছি।'

মেসেঞ্জার/তারেক