ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

একটি প্ল্যাকার্ড ও লিটন দাসের আবেগী বার্তা

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ২০:১৫, ২১ জানুয়ারি ২০২৫

একটি প্ল্যাকার্ড ও লিটন দাসের আবেগী বার্তা

ছবি : সংগৃহীত

গ্যালারি থেকে ভেসে আসছে দুয়োধ্বনি। আর সেদিকে উদাসভাবে চেয়ে আছেন লিটন কুমার দাস। চলতি বিপিএলে দিন কয়েক আগে একটি ম্যাচ চলাকালে এমন দৃশ্য নজর কেড়েছিল অনেকেরই। ব্যাট হাতে খারাপ সময় পার করা লিটনকে নিয়ে দেদারসে সমালোচনা চললেও ওই দিনের কিছু দর্শকের কাণ্ড মেনে নিতে পারেননি অনেকেই।

কিছু দর্শকের ঘৃণা মুহূর্তেই যেন রূপ নেয় ভালোবাসায়। অনেকেই বাংলাদেশি ওপেনারকে সমর্থন জানিয়ে বার্তা দিচ্ছেন। লিটন সমর্থন পেয়েছেন তার দল ঢাকা ক্যাপিটালসের তরফেও। এর মধ্যেই গ্যালারিতে এক খুদে ভক্তের একটি প্ল্যাকার্ড যেন আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে লিটনের।

খুদে ওই ভক্তকে নিয়ে আবেগঘন পোস্টও করেছেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। প্ল্যাকার্ডটিতে লেখা ছিল, ‘যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি থাকবো। লিটন কুমার দাস।’ 

খুদে ভক্তের এমন বার্তায় আবেগ চেপে রাখতে পারেননি লিটন। ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, আমি জানি না আমি ক্রিকেটে কতটুকু কি অর্জন করতে পেরেছি। তবে এই প্ল্যাকার্ডটি আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমার পরিবার ছাড়াও আমার ‘একজন ভক্ত’ আছে জেনে অবিশ্বাস্য মনে হয়। আনায়রা (লিটনের মেয়ে), মনে হচ্ছে তোমার প্রতিযোগী আছে! খুদে ভক্তকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাও। 

দর্শকদের দুয়োর ঘটনাটি ঘটেছিল ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের খেলা চলাকালে। মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে লিটনের প্রতিক্রিয়া ছিল অন্যরকম! দুয়োধ্বনি শুনে পেছনে ফিরে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন লিটন। 

এরপরেই নেটিজেনদের বড় একটি অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সেই দর্শকদের সমালোচনা করছেন। একই দলে আছে স্বয়ং ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিও। গত শনিবার এক ফেসবুক পোস্টে লিটনের সমর্থনে নিজেদের অবস্থান ব্যক্ত করে তারা। লিটন নিজেও এরপরে সেই পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন নিজের অনুভূতি। 

নিজের ফেসবুক ওয়ালে লিটন লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। যারা আমাকে এবং সব খেলোয়াড়দের প্রতিটি চড়াই-উৎরাইয়ে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাসটাই আমাদের কাছে অনেক বড়কিছু।’ 

মেসেঞ্জার/তারেক