ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে নবাগত দল হিসেবে অংশ নিয়েছিল দুর্বার রাজশাহী। শেষদিকে তারা মাঠের পারফরম্যান্সে চমক দেখালেও আসরজুড়ে ছিল সবচেয়ে বিতর্কিত। পারিশ্রমিক ইস্যুতে বারবারই ফ্র্যাঞ্চাইজিটি খবরের শিরোনামে এসেছে। নানা কারণে সমালোচিত রাজশাহী বিদায়ের পরও বিতর্ক থামায়নি। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ‘থিম সং’ প্রকাশ করায় নেটিজেনদের আলোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দলটি।
চলতি বিপিএলের লিগপর্ব শেষ হয়েছে শনিবার (১ ফেব্রুয়ারি), এদিনই বিদায় নিশ্চিত হয়েছে রাজশাহীর। তাসকিন-বিজয়দের বিদায় নিশ্চিত করে খুলনা টাইগার্স প্লে-অফে উঠেছে। যদিও দুর্বার রাজশাহীর খেলা ছিল না সম্প্রতি, সবার আগে লিগপর্বের পাট চুকানো দলটি সর্বশেষ ম্যাচ খেলেছে (২৭ জানুয়ারি)। কিন্তু টুর্নামেন্টে তাদের ভাগ্যনির্ধারণে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফলে অর্থসংকটে থাকা দলটির খরচ নিয়েও তুমুল রসিকতায় মাতেন নেটিজেনরা।
কেউ কেউ তো বলছেন বিপিএল থেকে বিদায় হওয়ায় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের লাভই হয়েছে! এমন মন্তব্যে বাড়তি হাওয়া যোগ করেছে ‘লে ঘিরে লে’ শিরোনামে তাদের সর্বশেষ ‘থিম সং’ প্রকাশ। টুর্নামেন্ট চলাকালে কেন এই গান প্রকাশিত হয়নি এবং বিদায়ের পর কীভাবে নেচে-গেয়ে উদযাপনে মেতে ওঠা যায় এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।
সাধারণত ক্রিকেটারদের উৎসাহ দিতে কোনো দলের ‘থিম সং’ টুর্নামেন্টের শুরুর দিকে প্রকাশ করা হয়। বিপিএল থেকে বিদায়ের পর গানের সেই প্রেরণাদায়ী কথারই বা কী মূল্য থাকে!
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নির্ধারিত সময়ে পারিশ্রমিকের নির্দিষ্ট একটি অংশ পরিশোধ করতে হয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের। কিন্তু সেই পথে হাঁটে না বিপিএলের বেশিরভাগ দলই। এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে দুর্বার রাজশাহী।
এই বিপিএলের মাঝপথেই পারিশ্রমিক বকেয়া থাকায় দলটির ক্রিকেটাররা একদিন অনুশীলন বাতিল করেছিলেন। আরেক ম্যাচে একই কারণে মাঠেই আসেননি তাদের কোনো বিদেশি ক্রিকেটার, ফলে রাজশাহীও সেই ম্যাচটি বিদেশি ছাড়াই খেলেছিল। এর বাইরে ক্রিকেটারদের দেওয়া পারিশ্রমিকের চেক বাউন্সের (চেক ফেরত) ঘটনাও ঘটে একাধিকবার।
কেবল তাই নয়, চলতি বিপিএলের অন্যতম বিব্রতকর ইস্যু সন্দেহজনক পারফরম্যান্স কিংবা ফিক্সিংয়ের অভিযোগ। বিপিএলের একাদশ আসরে অন্তত আটটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ১০ ক্রিকেটার। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ফ্র্যাঞ্চাইজির হিসাবে সর্বোচ্চ ১২ জন করে ক্রিকেটার খেলছেন দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের জার্সিতে।
সন্দেহের তালিকায় আছে রাজশাহীর দুটি ম্যাচও। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায়ও উঠে এসেছে ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে অস্বস্তির কথা। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘(দুর্বার) রাজশাহী যা করেছে একটা টুর্নামেন্ট শেষ করে দিতে তারাই যথেষ্ট! তবে আজ থেকে পাঁচ মাস আগেও পরিস্থিতি ভিন্ন ছিল। তখন আমাদের জানানোর দরকার ছিল বিপিএল হবে কি হবে না। ভাবমূর্তি খারাপ হয়েছে, স্বীকার করে নিচ্ছি। তবে এখান থেকে বের হয়ে আসব। আগামী বিপিএলে দেখবেন।’
মেসেঞ্জার/তারেক