ছবি : সংগৃহীত
আর্নে স্লটের অধীনে চলতি মৌসুমে রীতিমতো উড়ছে লিভারপুল। অন্যদিকে ক্লাবটিতে নিজের শেষ সময়ে একের পর এক ব্যক্তিগত মাইলফলক গড়ছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তার জোড়া গোলে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। যা ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অন্যদের চেয়ে অলরেডদের ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) প্রতিপক্ষ বোর্নমাউথের মাঠে লিভাপুলের সঙ্গে লড়াইটা হয়েছে প্রায় সমানে সমান। স্কোরবোর্ড যদিও স্বাগতিকদের পক্ষে কথা বলছে। ম্যাচের দুই অর্ধে গোল হয়েছে একটি করে। ২০২৪ সালের সেপ্টেম্বরে চলতি আসরে দুই দলের প্রথম দেখায় লিভারপুল অ্যানফিল্ডে ৩-০ গোলে জিতেছিল। এবার বোর্নমাউথকে তাদের মাঠেই ধরাশায়ী করেছে দারুণ আত্মবিশ্বাসী অলরেড শিবির।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি-আক্রমণে দুই দলই সুযোগ তৈরির চেষ্টা চালায়। ফলে ম্যাচটি ছিল বেশ গতিময়। যদিও গোলের দেখা পাচ্ছিল না কেউ। সেই অপেক্ষার অবসান হয় ৩০তম মিনিটে। স্বাগতিকদের ডি-বক্সে কোডি গাকপো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। সফল স্পটকিকে অলরেডদের লিড এনে দেন সালাহ। আর তখনই মিশরীয় তারকার মাইলফলক পূর্ণ হয়ে যায়। ইউরোপের সব দল মিলিয়ে এটি ছিল সালাহ’র ৩০০তম গোল।
একই গতি অব্যাহত রেখে বিরতির পরও দুই দল আক্রমণ চালিয়ে যায়। স্বাগতিকদের সাফল্য না পাওয়ার হতাশার মাঝেই দ্বিতীয় দফায় আঘাত হানেন সালাহ। ৭৫ মিনিটে কার্টিস জোন্সের পাস বক্সে পেয়ে মাপা শটে দূরের পোস্ট দিয়ে তিনি গোলটি করেন। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় স্বাগতিক বোর্নমাউথের গ্যালারি।
এটি ইউরোপের ক্লাবের হয়ে সালাহ’র ৩০১তম গোল। ২৩৬টিই এসেছে লিভারপুলের জার্সিতে। এ ছাড়া প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সালাহর গোলসংখ্যা এখন ২১। তারচেয়ে তিন গোলে পিছিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল আর্লিং হালান্ডের।
সালাহ অবশ্য এদিন আরেকটি মাইলফলক গড়েছেন। এ নিয়ে লিভারপুলের হয়ে ইপিএলের পাঁচ মৌসুমে ২০ বা তার বেশি গোল করলেন তিনি। সর্বোচ্চ ৭ মৌসুমে ২০ বা তার বেশি গোলের রেকর্ড রয়েছে অ্যালান শিয়ারার। এ ছাড়া সার্জিও আগুয়েরো ও হ্যারি কেইন ৬ বার এবং থিয়েরি অঁরির সমান সালানহ নতুন করে ৫ বার একই কীর্তি গড়েছেন। এর আগে মৌসুমভেদে তার গোল– ২০১৭-১৮ (৩২), ২০১৮-১৯ (২২), ২০২০-২১ (২২) ও ২০২১-২২ (২৩)।
শেষ পর্যন্ত গোলের চেষ্টা জারি রাখলেও সফল হয়নি বোর্নমাউথ। ফলে ইপিএলে তাদের ১১ ম্যাচের অজেয় যাত্রা থেমে গেল। আসরে ষষ্ঠ হারের পর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে দলটি। অন্যদিকে, ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা আর্সেনাল পিছিয়ে আছে ৯ পয়েন্ট (৪৭) ব্যবধানে।
মেসেঞ্জার/তারেক