ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

গুলশান ইয়ুথ ক্লাব মাঠে দুই দিনব্যাপী বাংলাদেশ হাউসকিপারস প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

গুলশান ইয়ুথ ক্লাব মাঠে দুই দিনব্যাপী বাংলাদেশ হাউসকিপারস প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু

ছবি : মেসেঞ্জার

বিভিন্ন তারকা হোটেল এবং করপোরেট ইন্ডাস্ট্রিতে নতুন চাকরিপ্রত্যাশীদের উদ্বুদ্ধ করতে রবিবার (২ ফেব্রুয়ারি) গুলশান ইয়ুথ ক্লাব মাঠে শুরু হয় দুই দিনব্যাপী বাংলাদেশ হাউসকিপারস প্রিমিয়ার ক্রিকেট লিগ। বাংলাদেশ হাউসকিপারস অ্যাসোসিয়েশনের (বিএইচএ) এ আয়োজনে অংশ নেয় ১৪টি তারকা হোটেল ও করপোরেট প্রতিষ্ঠান। এর আগে গত বৃহস্পতিবার হোটেল শেরাটন ঢাকায় বাংলাদেশ হাউসকিপারস প্রিমিয়ার ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আয়োজকরা এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএইচএ'র উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসাইন বলেন, ‘খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। শরীর সুস্থ রাখতে খেলার বিকল্প নেই। দিনে দিনে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্ম এখন নেশায় ঝুঁকছে। তারুণ্যকে উজ্জীবিত রাখতে এই প্রজন্মকে ক্রীড়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। আশা করছি, এ আয়োজনের মধ্য দিয়ে মানসিক শান্তি, শারীরিক সুস্থতা এবং নিজেদের মধ্যে সৌহার্দ গড়ে উঠবে।

তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে আরও বলেন, খেলাধুলা, সাংস্কৃতিক ও ট্যুরিজম এই তিনটা মাধ্যম মানুষকে তার জীবনের লক্ষ্যে নিয়ে যায়। যারা পেশাদার খেলোয়াড় হতে পারেননি; অন্য পেশায় চলে গেছেন, তাদের শরির ও মন সুস্থ রাখার জন্য এই খেলার আয়োজন।’

হোটেল কেনারি পার্ক এর হেড অব সেলস সানিউল হক সানি বলেন, ‘স্বাস্থ্য ভালো থাকলে, মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।’ তিনি বাংলাদেশ হাউসকিপারস অ্যাসোসিয়েশনের (বিএইচএ) এ আয়োজনকে স্বাগত জানান পাশাপাশি এমন উদ্যোগ গ্রহণের  জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ হাউসকিপারস প্রিমিয়ার ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মো. পারভেজ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন দ্য ওয়েস্টিন ঢাকা এবং দ্য শেরাটন ঢাকা’র ক্লাস্টার ডিরেক্টর অব সেলস আসকান্তর রাজু, সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

হাউসকিপারস প্রিমিয়ার ক্রিকেট লিগ প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হচ্ছে- দ্য ওয়েস্টিন ঢাকা, দ্য শেরাটন ঢাকা, আমারি হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল রেনেসাঁ, হোটেল সিক্স সিজন, লেকশোর হসপিটালিটি গ্রুপ, হোটেল কেনারি পার্ক, হোটের বেঙ্গল ব্লুবেরি, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, সাবলাইম ফেসিলিটিস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড, নিউওয়েজ ও ভূমিজো লিমিটেড।

বাংলাদেশ হাউসকিপারস প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলা সোমবার (৪ ফেব্রুয়ারি) গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

মেসেঞ্জার/তুষার