![সেভিয়াকে উড়িয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা সেভিয়াকে উড়িয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/13-2502100541.jpg)
ছবি: সংগৃহীত
সুযোগটা বার্সেলোনা পেয়েছিল, সেটা তারা কাজেও লাগিয়েছে দারুণভাবে। লা লিগার রেইসে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের কাছ থেকে ক্রমেই পিছিয়ে পড়ছিল বার্সা। কিন্তু দুই দলের ডার্বি ম্যাচ ড্র হওয়ার সুবাদে কাতালুনিয়ার দলটির সামনে চলে আসে ব্যবধান কমানোর সুযোগ। আর সেটাকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা।
সেভিয়ার মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। বড় জয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা। শুরুতে রবার্ট লেভানডফস্কি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান রুবেন ভার্গাস। দ্বিতীয়ার্ধে ফের্মিন লোপেজ, রাফিনিয়া ও এরিক গার্সিয়া গোল করে নিশ্চিত করেন বার্সেলোনার বড় জয়।
ম্যাচের নয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। বামপ্রান্ত থেকে রাফিনিয়ার ক্রসে ইনিগো মার্তিনেসের হেড গিয়ে পড়ে লেভানপডফস্কির সামনে। সেখান থেকে সহজ ফিনিশ করেন এই পোলিশ স্ট্রাইকার। এই নিয়ে লেভানডফস্কির গোল হলো ২২ ম্যাচে ১৯টি। দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি বেশি।
পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সে ঢুকে সাউল নিগেস পাস দেন দূরের পোস্টে, জালে পাঠাতে ভুল করেননি ভার্গাস। ম্যাচের ১৬তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। তার জায়গায় নামেন পাউ কুবার্সি। বিরতির আগে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে গাভির বদলি নামা ফের্মিন প্রথম মিনিটেই ফের এগিয়ে নেন বার্সেলোনাকে। পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এক মিনিট পর সেভিয়ার লুকেবাকিয়ো গোলের দেখা পেলেও অফসাইডে বাতিল হয় তা।
৫৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মিনিট পাঁচেক পর লালকার্ড দেখে মাঠ ছাড়েন ফের্মিন লোপেজ।
তবে দশজনের বার্সেলোনার বিপক্ষে সুবিধা নিতে পারেনি সেভিয়া। উল্টো নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সেভিয়ার কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন গার্সিয়া।
২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আতলেটিকো মাদ্রিদ দুইয়ে, ৫০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ সবার ওপরে। আর আসরে নবম হারের পর সেভিয়া ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।
মেসেঞ্জার/জেআরটি