![অন্তিম সময়ে বড় ধাক্কা, অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই মিচেল স্টার্ক অন্তিম সময়ে বড় ধাক্কা, অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই মিচেল স্টার্ক](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/11-2502120620.jpg)
ছবি : সংগৃহীত
জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স থাকছেন না নিশ্চিত হয়েছে আগেই। মিচেল মার্শের ইনজুরিটাও তাকে খেলতে দিচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি। মার্কাস স্টয়নিসে ছিল ভরসা। আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন তিনিও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলে বিপদের জন্য এতটুকু যেন যথেষ্ট ছিল না। এবারে তাতে যোগ দিয়েছেন মিচেল স্টার্কও।
সময়ের অন্যতম সেরা এই পেসার নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই পেসার। যার ফলে অজিদের বিখ্যাত পেসত্রয়ী স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডের প্রত্যেকেই বাদ রইলেন এই আসর থেকে।
অন্তিম সময়ে তাই নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্স না থাকায় অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন স্টিভেন স্মিথ। দলে আনা হয়েছে পাঁচ পরিবর্তন। শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসং এবং তানভীর সঙ্ঘ ডাক পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।
ঠিক কেন স্টার্ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই তা জানা যায়নি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই পেসার তার সিদ্ধান্তের ব্যাপারে গোপনীয়তা রাখার অনুরোধ জানিয়েছিলেন। আর সেটা মেনেও নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বোলিং করার সময় কিছুটা অস্বস্তি অনুভব করতে দেখা গিয়েছে স্টার্ককে।
মিচেল স্টার্কের সিদ্ধান্তের কথা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, ‘আমরা মিচের সিদ্ধান্ত বুঝতে পেরেছি এবং সেটাকে সম্মান জানাই। মিচ তার আন্তর্জাতিক ক্রিকেট এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার ব্যাপারে গভীর শ্রদ্ধাশীল।’
‘যন্ত্রণা এবং প্রতিকূলতার মধ্যেও খেলা চালিয়ে যাওয়ার তার সক্ষমতা আগে থেকেই সুপরিচিত। পাশাপাশি ক্যারিয়ারের অন্যান্য সুযোগগুলো ত্যাগ করে নিজের দেশকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতাও প্রশংসার যোগ্য। তার (স্টার্ক) অনুপস্থিতি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে একটি বড় ধাক্কা, তবে এটি অন্য কারো জন্য টুর্নামেন্টে নিজের অবস্থান জানান দেয়ার একটি সুযোগও তৈরি করে।’
এদিকে প্যাট কামিন্সের বদলে অধিনায়ক হচ্ছেন স্টিভ স্মিথ। এরইমাঝে শ্রীলঙ্কা সফরে তিনি টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজেও অধিনায়ক থাকবেন তিনিই। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ (২২ ফেব্রুয়ারি)। সেদিন তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচ (২৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা এবং (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড
স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন, তানভীর সঙ্ঘ ও অ্যাডাম জাম্পা।
মেসেঞ্জার/তারেক