ঢাকা,  বুধবার
১২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শেষ মুহূর্তে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ২ পরিবর্তন

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১২:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শেষ মুহূর্তে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ২ পরিবর্তন

ছবি : সংগৃহীত

একেবারে অন্তিম সময় পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল ভারত। কিন্তু তাদের সব অপেক্ষার অবসান হলো হতাশা দিয়ে। জাসপ্রিত বুমরাহর পিঠের ইনজুরিটা সেরে ওঠেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের জন্য ভারত দুবাইয়ের ফ্লাইট ধরবে বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফাস্ট বোলারকে দেশে রেখে। প্রায় পাঁচ সপ্তাহের বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়ায় পরেও বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে ছাড়পত্র মেলেনি বুমরাহর। 

আর সেই সুবাদেই শেষ সময়ে কপাল খুলেছে আরেক পেসার হার্শিত রানার। অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের অংশ ছিলেন এই পেসার। গেল আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত সময় কাটানোর পুরস্কারই পাচ্ছেন তিনি। তবে তাতে কী আর বুমরাহর বিকল্প হওয়া যায়। 

ভারতের পেস আক্রমণের নেতা বলা চলে বুমরাহকে। তাকে না পাওয়ায় নিশ্চিতভাবেই বড় ধাক্কা খেয়েছে ভারত। মোহাম্মদ সিরাজ নেই এই টুর্নামেন্টে, মোহাম্মদ শামি কেবলই ১৪ মাসের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। দলে আর্শদীপ সিংয়ের মতো বোলার থাকলেও বুমরাহর ১০ ওভারের দিকে ভারত বিশেষভাবে নির্ভরশীল থাকবে, এটা একেবারেই প্রতিষ্ঠিত সত্য। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কা

এদিকে বুমরাহ না থাকায় বোলিং বিভাগে শক্তি আরও খানিকটা বাড়িয়েছে ভারত। শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। তিনিও গেল আসরে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের একজন হয়ে। বাঁহাতি ওপেনার জয়সওয়ালের বদলি হিসেবে ঠাঁই পেয়েছেন তিনি। 

তবে জয়সওয়াল না থাকলেও ভারতের ব্যাটিং শক্তির ধার কমেনি। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপে আছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভঁমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও রিশভ পান্ত। স্কোয়াডে চার অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। 

শেষ সময়ের বদলের পর স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন মোহাম্মদ শামি, আর্শদীপ সিং ও হার্শিত রানা। আর দুজন বিশেষজ্ঞ স্পিনার হলেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তান মূল আয়োজক হলেও সেখানে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। হাইব্রিড মডেলে তাদের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। 'এ' গ্রুপে তাদের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের চূড়ান্ত স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, রিশভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। 

মেসেঞ্জার/তারেক