ঢাকা,  বৃহস্পতিবার
০৬ মার্চ ২০২৫

The Daily Messenger

ওযু করা ছাড়া ব্যাট-বল স্পর্শ করত না, মুশফিককে নিয়ে তার স্ত্রী 

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৯:১০, ৬ মার্চ ২০২৫

ওযু করা ছাড়া ব্যাট-বল স্পর্শ করত না, মুশফিককে নিয়ে তার স্ত্রী 

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়ে ফেললেন মুশফিকুর রহিম। গতকাল রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের কথা জানান ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। আজ সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মন্ডি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অন্ত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম! তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ।’

খেলার প্রতি নিবেদন নিয়ে মুশফিকপত্নী বলেন, ‘নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ!  

মন্ডি লিখেছেন এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ...। তুমি একজন পরিবারকেন্দ্রিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করুক।’

আরও বলেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ট। গোটা পৃথিবী যত খুশি নেতিবাচক কথাবার্তা বলুক...। পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’

প্রসঙ্গত, চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরেছিলেন মুশফিক। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েন। তবে সেই সমালোচনা দীর্ঘায়ত করতে দিলেন না স্বয়ং মুশফিকই। 

২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনের ম্যাচ খেলেছেন মুশফিক। ৯টি সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে রান করেছেন ৭৭৯৫। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান।

মেসেঞ্জার/জেআরটি