ঢাকা,  মঙ্গলবার
১১ মার্চ ২০২৫

The Daily Messenger

ইতিহাসের তৃতীয় দল হিসেবে যে কীর্তি গড়ল ভারত 

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১২:৫৫, ১০ মার্চ ২০২৫

ইতিহাসের তৃতীয় দল হিসেবে যে কীর্তি গড়ল ভারত 

ছবি: সংগৃহীত

আইসিসি ইভেন্টে নিজেদের সবশেষ ২৪ ম্যাচের মধ্যে ২৩ জয়। একমাত্র হারটাও এসেছে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে। বিগত ১৮ মাস ধরে বিশ্ব ক্রিকেটে ভারত ঠিক এতটাই ধারাবাহিক এক দল। রোহিত শর্মার অধীনে টিম ইন্ডিয়া খেলেছে চার ফাইনাল। জয় পেয়েছে দুটিতে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল দুবাইয়ে আরও একটাবার শিরোপার উল্লাস দেখা গেল ভারতীয় ক্রিকেটে। নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা যাচ্ছে ভারতের মাটিতে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও এখন তারাই। প্রেস্টিজিয়াস এই আসরের শিরোপা তারা জিতেছে ৩ বার। 

গতকালের এই জয় ক্রিকেট দুনিয়ায় মাত্র তৃতীয় দেশ হিসেবে বিরল এক কীর্তিও স্থাপন করেছে ভারত। টানা দুই আইসিসি ইভেন্টের শিরোপা জয় করা দেশ এখন ম্যান ইন ব্লু-রা। এর আগে এমন কীর্তি ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার। যদিও অস্ট্রেলিয়ান ক্রিকেটে এমন কীর্তি আছে দুইবার। 

১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে আইসিসি ইভেন্টের প্রচলন শুরু। প্রথম দুই আসরে শিরোপা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ঘরে। ১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপ জিতে প্রথম দল হিসেবে টানা দুই আইসিসি শিরোপা জেতে ক্যারিবিয়ানরা। 

২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের মাধ্যমে দ্বিতীয় দেশ হিসেবে টানা দুই আইসিসি ইভেন্টের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। এরপরে ২০২৩ সালে ছয় মাসের ব্যবধানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপ শিরোপা জেতে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। 

পরের দুই আইসিসি ইভেন্টেই শিরোপা ভারতের কাছে। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তারপরেই গতকাল নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। 

মেসেঞ্জার/জেআরটি