ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

দল হারলেও ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন 

মেসেঞ্জার স্পোর্টস

প্রকাশিত: ১৪:২০, ১২ মার্চ ২০২৫

দল হারলেও ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন 

ছবি: সংগৃহীত

আরও একটাবার পেনাল্টি শ্যুটআউটে দলের হার দেখলেন অ্যালিসন বেকার। ২০২২ সালে চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনালের পর থেকে আর কখনই টাইব্রেকারে জিততে পারেননি এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হলেও স্নায়ুচাপের এই লড়াইয়ে কিছুটা পিছিয়েই থাকবেন অ্যালিসন। 

চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে অবশ্য লিভারপুলের দুই তারকা ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সের দায়ও অনেকখানি। স্পটকিকে ব্যর্থ হয়েছেন দুজনে। ঘরের মাঠে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে তাই বিদায় নিশ্চিত হয়েছে লিভারপুলের। 

অবশ্য দলের বিদায়ের দিনেও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন অ্যালিসন বেকার। দুই লেগ মিলিয়ে তিনি সেইভ করেছেন ১৬টি শট। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে যা রেকর্ড। নকআউট পর্বের সূচিতে দুই লেগ মিলিয়ে পেনাল্টি শ্যুটআউট বাদ দিয়ে এরচে বেশি শট ঠেকানোর নজির নেই। 

সমানসংখ্যক শট ঠেকিয়েছিলেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ১৬ শট ফিরিয়ে দিয়েছিলেন জার্মানির এই গোলরক্ষক। 

দুই লেগে দারুণ খেললেও লিভারপুলকে কোয়ার্টারে নিতে পারেননি অ্যালিসন। শেষদিকে পেনাল্টিতে নায়ক বনে যান জিয়ানলুইজি ডোনারুম্মা। টাইব্রেকারে পিএসজির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, ডেম্বেলে ও দিসায়ার দুয়ে। আর ডোনারুম্মা একাই ঠেকিয়ে দেন ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সকে। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টারে নিজেদের জায়গা নিশ্চিত করে প্যারিসিয়ানরা।

মেসেঞ্জার/জেআরটি