ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শুভ জন্মদিন তামিম ইকবাল

রাকিব হাসান

প্রকাশিত: ১৪:৪৬, ২০ মার্চ ২০২৩

শুভ জন্মদিন তামিম ইকবাল

ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেট ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবাল। আজ ৩৩তম জন্মদিন তার। দেশ সেরা ওপেনারকে দ্যা ডেইলি মেসেঞ্জার এর পক্ষ থেকে রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

১৯৮৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই তারকা ওপেনার। বাংলাদেশের ক্রিকেট গৌরবগাথার অনেক অধ্যায়ই রচিত হয়েছে তার ব্যাটে।

তামিম জন্ম চট্টগ্রামে। তার বাবার নাম ইকবাল খান, মা নুসরাত খান ইকবাল। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ভারতের উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে চলে আসেন তামিম ইকবালের দাদা।  বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার আকরাম খান তার চাচা। তামিমের বড় ভাই নাফিস ইকবালও দেশের হয়ে খেলেছেন ক্রিকেট।

দেশের হয়ে তামিম ইকবালের এখন পর্যন্ত অর্জন :

  • প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান।
  • বাংলাদেশের ২য় ক্রিকেটার হিসাবে টেস্টে ২০০ রান করেছেন।
  • বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি ফিফটি করেন তামিম ইকবাল।  

৬৯ টেস্ট খেলে করেছেন ৫০৮২ রান, ২৩৫ ওডিআই খেলে করেছেন ৮১৪৬ রান, ৭৮ টি-টুয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৭৫৮ রান।  

২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৫৩ বলে ৫১ রান করে জয়ে বড় অবদান রাখেন এ ড্যাসিং অপেনার। এরপর থেকে ধারাবাহিকভাবে ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই বাঁ-হাতি ওপেনার। জায়গা করে নিয়েছেন ক্রিকেট ভক্তদের মনে। 

টিডিএম/আরএইচ