ঢাকা,  শুক্রবার
১৮ অক্টোবর ২০২৪

The Daily Messenger

হোসেন শহীদ মজনু, নির্বাহী সম্পাদক, দ্য ডেইলি মেসেঞ্জার

হোসেন শহীদ মজনু, নির্বাহী সম্পাদক, দ্য ডেইলি মেসেঞ্জার

ছোটগল্পকার ও কবি হোসেন শহীদ মজনুর প্রধান পরিচয় তিনি সাংবাদিক। বর্তমানে দ্য ডেইলি মেসেঞ্জারে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

১৯৯২ সালে এইচএসসিতে পড়াকালীন বাংলাদেশে সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ বাম রাজনীতিক কমরেড নির্মল সেনের সংস্পর্শে সাংবাদিকতায় হাতেখড়ি তার। ১৯৯৬ সালে আসেন ঢাকায়। পরের বছর শেষের দিকে সাংবাদিক-লেখক বন্ধু ড. কাজল রশীদ শাহীনের অনুপ্রেরণায় দৈনিক রূপালীতে প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু। সাংবাদিকতার পাশাপাশি এ সময় তিনি ঢাকা কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ'র পড়ালেখাও চালিয়ে যান।

২০০৪ সালে অভিনেতা-নাট্য পরিচালক নূরুল আলম মিল্কীর সহযোগে জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠান 'নক্ষত্র' চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। সাংবাদিকতায় পড়ে ছেদ। ওই বছরই জুনে খ্যাতিমান লেখক-অভিনেতা আমজাদ হোসেনের উপন্যাস 'সময় অসময়' অবলম্বনে 'জয়যাত্রা' চলচ্চিত্র পরিচালনায় হাত দেন তৌকীর আহমেদ। এ চলচ্চিত্রের সহকারী পরিচালকদের একজন হোসেন শহীদ মজনু। ২০০৫ সালে ফের সাংবাদিকতায় ফেরেন: পাশাপাশি কাজল রশীদ শাহীনের রচনা ও নূরুল আলম মিল্কীর পরিচালনায় মুক্তিযুদ্ধের নাটক 'লক্ষ প্রাণের বিনিময়ে' সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। অভিনয়ও করেন এ নাটকের ছোট্ট একটি চরিত্রে। একই লেখক ও পরিচালকের বৈদেশী' নামের আরেকটি টিভি নাটকে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন মজনু।

তিনি বার্তা সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তর, বণিক বার্তা, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম ও পরিবর্তন ডটকমে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও সংবাদ, কালের কণ্ঠ, সকালের খবর, সমকাল, আমার দেশ, দৈনিক বর্তমান ও অনলাইন নিউজপোর্টাল প্রাইমখবরে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

লেখকের প্রকাশিত বই
প্রতিধ্বনি কমরেড (কবিতা, ২০০৯) 
ভূত অথবা ভবিষ্যতের গল্প (ছোটগল্প, ২০১১)
নির্বাচিত ছোট গল্প (যৌথ সম্পাদনা, ২০১৯)
ছোটদের মজার মজার ভূতের গল্প (সম্পাদনা, ২০২০)
২১টি প্রেমের গল্প (সম্পাদনা, ২০২১) 
জুলাইয়ের প্রেমহীন দিনগুলো (গল্পগ্রন্থ, ২০২৩)
করোনার বিমর্ষ দিন ও ছাঁটাইকলের গান (প্রবন্ধগ্রন্থ, ২০২৪)


Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/writers.php on line 175